কোন ফেব্রিক কি ফাইবার দিয়ে তৈরি বুঝবেন কিভাবে?

কোন ফেব্রিক কি ফাইবার দিয়ে তৈরি বুঝবেন কিভাবে ?

প্রযুক্তির অবদানের ফলে নিত্য নতুন টেক্সটাইল ফাইবারের নাম যোগ হচ্ছে।যাদের একটা থেকে অন্যটা গুণাগুণ ভিন্নতর। ফেব্রিক এর মৌলিক ইউনিট হচ্ছে ফাইবার।ফাইবারের গুণাগুনের উপর কাপড়ের গুণাগুণ নির্ভর করে।যখন কোন ক্রেতা কাপড় ক্রয় করে ব্যবহার করেন এবং কি ধরনের আশের তৈরি কাপড় ব্যবহার করছেন এবং সেই আশের কিভাবে যত্ন নিতে হবে বা কি কি কারনে আশ ক্ষতিগ্রস্ত হবে,তা জানা থাকলে ব্যবহারকারী সহজেই কাপড়টির যত্ন নিতে পারেন।
আজকে কীভাবে ফাইবার সহজেই সনাক্ত করা যায় নন-টেকনিকাল ভাবে সে সম্পর্কিত আলোচনা।
স্পর্শ বা অনুভব পরীক্ষা (Feeling Test)
সাধারণত অনেক দিনের অবিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভর করে স্পর্শ পরীক্ষা।যে তন্তুর আশ পরীক্ষা করা হবে তার কোন স্থানে আঙুল রাখলে যদি আঙুলের তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তবে বুঝতে হবে আঁশটি ভেজিটেবল আশ।

১। কটন: কটন কাপড় হাত দিয়ে ঘসলে ঠান্ডা ও নরম অনুভূতি জাগে।

২। লিনেন: লিনেন কাপড় সুতি কাপড়ের থেকে অনেক ঠান্ডা ও মসৃন হয়।

৩। উল: উল কাপড় গরম ও নমনীয়।

৪। সিল্ক: সিল্ক কাপড় মোলায়েম ও মসৃন হয়।

৫।রেয়ন: ঠান্ডা মসৃন হয় কিছুটা সিল্কের ন্যায়।

৬।নাইলন: খুব মসৃন, ওজনে হাল্কা।

৭। পলিয়েস্টার: প্রায় নাইলেনর মতো,তবে কিছুটা উলের চেয়ে বেশি মসৃন।

৮।এ্যাকরাইলিক: উলের মতো হলেও ওজনে অনেক হাল্কা,ঠাণ্ডা, মসৃন এবং কিছুটা পিচ্ছিল।

কাপড় পুড়িয়ে পরীক্ষা(Burning Test)
পোড়ান পরীক্ষা একটি খুব ভালো পরীক্ষা।এ পরীক্ষার জন্য করনীয় কাজগুলো হলো-কাপড়ের টানা সুতা হতে দুই একটা সুতা নিয়ে টুইস্ট ওপেন করে আগুনের শিখায় উপর ধরা হয় এবং আনুমানিক ১০ সেকেন্ড জ্বলতে দেওয়া হয়।
 ন্যাচারাল  ফাইবার

১। কটন এবং ফ্ল্যাক্স
আগুনের সন্নিকটে : শিখাসহ প্রজ্বলিত হয়।
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : হলুদ বড় শিখা সহ তাড়াতাড়ি পড়ে যায়।
শিখার বাইরে প্রতিক্রিয়া : শিখা থেকে সরিয়ে আনার পরও রক্তিম আভাসহ পুড়তে থাকে।
গন্ধ: কাগজ পোড়ার মতো।
ছাই/ বাকি অংশ: হালকা ধূসর, মার্সিরাইজড হলে কালো রঙের ছাই অবশিষ্ট থাকে।

২। সিল্ক
আগুনের সন্নিকটে: কোঁকড়ানো চুলের মতো গুচ্ছ হয় এবং ধিক ধিক করে পুড়ে।
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : ধীরে ধীরে পোড়ে এবং পোড়ার সময় কিছুটা মৃদু শব্দ আসে।
আগুনের বাইরে প্রতিক্রিয়া : নিজেই নিভে যায়।
গন্ধ: পালক বা চুল পোড়া গন্ধ আসে।
ছাই/ অবশিষ্ট : গোলাকার কোকরানো ছোট কালো গুটিকার মতো সৃষ্টি করে যা সহজেই ভাঙা যায়।
৩। উল
আগুনের সন্নিকটে: ধিক ধিক করে পুড়ে।
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : ধীরে ধীরে পোড়ে এবং হিস হিস মৃধু শব্দ হয়।আশ বাকিয়ে যায়।
আগুনের বাইরে প্রতিক্রিয়া : আগুন নিভে যায়।
গন্ধ: পাখির পালক বা চুল পোড়া গন্ধ বের হয়।
ছাই/ অবশিষ্টাংশ : অসমান কালো রংয়ের ছাই এবং এবং ছোট গুটিকা সৃষ্টি হয় যা সহজেই ভাঙা যায়।
৪। লিনেন
আগুনের সন্নিকটে: গন্ধ করে প্রজ্বলিত হয়।
আগুনের মধ্যে প্রক্রিয়া : কটন অপেক্ষা ধীরে ধীরে হলুদ শিখা সহ জ্বলতে থাকে।
আগুনের বাইরে প্রতিক্রয়া: অবিরাম ভাবে জ্বলতে থাকে।
গন্ধ: পোড়া কাগজের মতো।
ছাই/ অবশিষ্টাংশ : পালকের মতো ধূসর ছাই।
৫। নাইলন
আগুনের সন্নিকটে:আগুনের শিখায় গলে যায় এবং সংকুচিত হয়।
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : গলতে গলতে ধীরে ধীরে পোড়ে।
আগুনের বাইরে প্রতিক্রিয়া: নিজে নিযে নিভে যায়।
গন্ধ: শাকের মতো।
ছাই/অবশিষ্টাংশ : শক্ত,মজবুত, ধূসর অথবা তামাটে গুটিকা পাওয়া যায়।যা ভাঙা যায় না।
  
  কৃত্রিম ফাইবার (Man made Fibre)

১। স্পানডেক্স
আগুনের সন্নিকটে: পুড়ে তবে শিখা থেকে দূরে যায়না।
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : পুড়ে এবং গলে যায়।
আগুনের বাইরে প্রতিক্রিয়া : পুড়তে এবং গলতে থাকবে।
গন্ধ: Acrid এর গন্ধ পাওয়ক যাবে।
ছাই/ অবশিষ্টাংশ : গলে যাওয়া অংশ।
২। এ্যাকরাইলিক (Acrylic)
আগুনের সন্নিকটে: পুড়ে কুঁচকিয়ে শিখার বাহিরে যায়।
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : দ্রুত জ্বলে এবং মিট মিট করে।
আগুনের বাইরে প্রতিক্রিয়া : গলে এবং পুড়তে থাকে।
গন্ধ: মাংস পোড়া গন্ধ।
ছাই/অবশিষ্টাংশ : অসমান পুতির দানার মতো যা সহজেই ভাঙা যায়।

৩। রেয়ন
আগুনের কাছে: দ্রুত জ্বলতে শুরু করে।
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : হলুদ শিখা সহ দ্রুত জ্বলে।
আগুন হতে বাইরে: পুড়তে থাকে।
গন্ধ: পোড়া কাগজের মতো।
ছাই/ অবশিষ্টাংশ : ছাই পালকের মতো ধূসর।

৪। পলিয়েস্টার (Polyester)
আগুনের সন্নিকটে: পুড়ে কুঁচকিয়ে শিখার সীমানার বাহিরে যায়।
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : পুড়ে ধীরে ধীরে গলে যায়।
আগুনের বাইরে প্রতিক্রিয়া : শিখা আস্তে আস্তে নিভে যায়।
গন্ধ: মিষ্টি এ্যারোমেটিক।
ছাই/ অবশিষ্টাংশ : চকচকে বা বাদামী গোলাকার পুতির দানার মতো, যা সহজেই ভঙ্গর।
ফাইবার টেস্ট (Identification of fibre)

Chemical Test :
 ভিন্ন ভিন্ন ফাইবারে রাসায়নিক গঠনে পার্থক্য থাকায় burning test অপেক্ষায় chemical test সুবিধাজনক । নির্ভুল ফলাফল পাওয়ার জন্য টেস্টের আগে অবশ্যই ফেব্রিক গুলো ভালভাবে পরিস্কার করে নিতে হবে যেন finishing agent গুলো দূর হয় ।  ফেব্রিক গুলো unraveld,ইয়ার্ন untwisted এবং ফাইবার যতটা সম্ভব loose ফর্মে রাখতে হবে ।

Wool & silk :
শক্তিশালী (NaoH) এ wool ও silk এর মত ফাইবার কে ধ্বংস করে । আবার cold concentrated mineral acid যেমন Hcl এর মধ্যে ১৫ মিনিট রাখলে সিল্ক দ্রবিভুত হয় কিন্তু wool হয় না ।

Rayons :
Acetate rayon (50%) H2So4 সলিউশনে দ্রবীভূত হয় কিন্তু viscose rayon হয় না ।
 প্রায় সব Rayon ই (60%) H2So4 এ অথবা concentrated H2So4 এ দ্রবীভূত হয় ।

Acetate fibres :
(80%) acetone এ সব acetate fibre দ্রবীভূত হয় ।

Nylon :
Nylon 85 % formic acid / 90 % phenol /20 % Hcl / 70 % H2So4 এ দ্রবীভূত হয় ।

AnY QuerY
 Saikat Hossen Shohel
E-mail: shohelhossen@yahoo.com

No comments

Powered by Blogger.