টেক্সটাইল এডুকেশন সিস্টেম : ডিপ্লোমা Vs BSc in Textile

Textile Education System

Diploma In Textile , BSc In Textile

আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের মুখে একটি বিরক্তিকর মন্তব্য শোনা যায় যে একজন ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার অনেক জানেন, এবং এই মর্মে অনেক BSc ইঞ্জিনিয়ার কে আফসোস করতে দেখা যায়।
এটি আমাদের জন্য সামগ্রিক ভাবে লজ্জা জনক অপ্রিয় হলেও সত্য যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের জন্য কিছু পজিটিভ গুন আছে যার প্রসংসা না করলেই নয়
আসুন জেনে নেই তাদের গুন গুলি

১.  প্রথমত তারা একটি বোর্ডের অধীনে পরীক্ষা দেয় যেখানে পালন করা হয় কঠোর মান নিয়ন্ত্রন একজন স্টুডেন্ট এর জন্য  নির্দস্ট সিলেবাস থাকে না তাকে সম্পুর্ন বই পড়ে এক্সাম দিতে হয়  এখন প্রশ্ন  কে বড় জাননেওয়াল ???
যে পুরো বই পড়ে নাকি যে ৫-১০ পাতার সিট পড়ে তাও আবার সাজেশন খোজে ।  অনেকেই এই ইগোতে ভুগতে পারেন যে আমাদের এক সিট তাদের পুরো বই।
হা, আপনি ভুল জানেন তারা অপ্ল পড়লেও তাদের সব গুলি কন্সসেপ্ট পড়তে হয় তাই তারা আপনাদের চেয়ে জানার ক্ষত্রে কিছুটা হলেও এগিয়ে।
২. তাদের ৬ মাসের সেমিস্টার আর আপনার ৩-৪ মাসের তারা ৬ মাস যথেষ্ট আয়েশ করে পড়ে আর আপনার ৩-৪ মাস এর ৫০% সময় সেমিস্টারের ফি, এসাইনমেন্ট, এক্সাম এর প্যারায় কেটে যায় আপনি রিলাক্সে মনোযোগ দিয়ে পড়বেন কি ভাবে।
৩. তাদের এক্সাম এক্সটার্নাল দের দ্বারা নেয়া হয় বেশির ভাগ যার ফলে এখানে না পড়ে পরিচায় দিয়ে পাস করে আসার সুযোগ কম।
৪. তাদের বড় সুবিধা হচ্ছে তারা ইঞ্জিনিয়ারিং তাদের মাতৃ ভাষায় শেখে,  হয় তো বলবেন তারা মাকু, শানা, ঝাপ ইত্যাদি উচ্চারণ করে আর আপনি এই ভেবে হয়তো হাসবেন ।   মাকু কে সাটল, ঝাপ কে হিল্ড ফ্রেম বলতে ৫ মিনিট এর জ্ঞান ই যথেষ্ট  এর জন্য বছর লাগে না।
আর আপনারা ইংলিশে শিখছেন ভালো কথা এটা গ্লোবাল ল্যাংগুয়েজ কিন্তু একটু মনে করে দেখুন তো আপনি কাউন্ট এর সংজ্ঞা কেমন করে ব্যাখা করে আর ডিপ্লোমা কেমন করে ব্যাখা করেন আপনি ঘুরিয়ে ফিরিয়ে অন্যের সামনে ব্যাখ্যা করবে আর অপ্রিয় হলেও সত্য কারো দোষ বা গুন বলছি না বেশির ভাগ BSc ভাষা জনিত কারনে তাদের জ্ঞান ৫০% অসম্পুর্ন থেকে যায়, সবার ক্ষত্রে নয় আবার ।
৫. আমাদের সমাজে অনেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের চটি বই পড়ুয়া ( মাপ করবেন)  বলে থাকলেও বর্তমানে সীট পড়ুয়া ইঞ্জিনিয়ার এর অভাব নেই ।  বই এর অভাব সিট দিয়ে কেও পুর্ন করতে পারবেন না।
৬. অনেকেই বলবেন আমরা প্রেজেন্টেশন পারি এসাইনমেন্ট করতে পারি,  জ্বি আপনি পারেন !
কিন্তু  কপি পেস্ট করে এসাইনমেন্ট, আর প্রজেক্টর এর সামনে ৫ মিনিট মুখস্থ বকে যাওয়া প্রেজেন্টেশন হলেও । যার কন্সেপ্ট ক্লিয়ার তার জন্য টেকনোলজির যুগে  ( গুগল,শ্লাইড শেয়ার,ইউটিউব)  তেমন বড় সমস্যা না।
নোট
টেক্সটাইল একটি এপ্লাইড সাইন্স এখানে মেধার, সাথে হাত যোশ, কমন সেন্স অনেক বিষয় জড়িত তাই ঢালাও ভাবে কারো বদনামি না করে তাদের পজেটিভ দিক গুলি খুজে তা এই দিক গুলি আমাদের আয়ত্বে আনতে হবে। কাওকে ছোট করার সুযোগ নেই পারলে তাদের বই গুলি পড়ুন ভালো লাগবে, এবং আপনি অন্তত সেল্ফ ইভালিউশন এর জন্য পড়তে পারেন।
কথা গুলি বললাম তার মানে এই নয় আমি নিজেই BSc এর বিরোধী, আমি আমাদের প্রচলিত সিস্টেম এর বিরোধী ।
Save Textile Education System
মাজেদুল হাসান শিশির
টেক্সটাইল ব্লগার
mazadulhasan@yahoo.com

1 comment:

  1. youtube2.com: YouTube2 YouTube - VideoLINK
    YouTube2 YouTube2 is a website where subscribers and best youtube to mp3 converter online creators share information and conversations they've had about their favorite sports Jun 25, 2021 · Uploaded by YouTube2

    ReplyDelete

Powered by Blogger.