রিং স্পিনিং(Ring Spinning) মেশিন
রিং স্পিনিং(Ring Spinning) মেশিন
১৮২৮ খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী জন থর্প কর্তিক প্রথম রিং স্পিনিং
ম্যাশিনটি আবিষ্কৃত হয় । ১৮৩০ সালে আরেকজন আমেরিকান বিজ্ঞানী মিঃ জেঙ্ক
রিং এর উপড় ঘূর্ণায়মান ট্রাভেলার সংযুক্ত করেন যেটির সাহায্যে একই সাথে
twisting, winding ও ইয়ারন কে গাইড করা সম্ভব হয় ।তারপর ১৫০ চলে যায় ,এর
মাঝে মেশিনটিতে আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয় , তবে সেগুলো
শুধু ট্রাভেলার কেন্দ্রিক পরিবর্তন , মেশিনের মূল কনসেপ্ট অপরিবর্তিত থেকে
যায় । মেশিনের উচ্চ গতির কারনে ট্রাভেলারে যে অতিরিক্ত তাপের সৃষ্টি হয়
তাকে দূর করা কঠিন কাজ । তাই একথা মাথায় রেখে ট্রাভেলারের গতি একটি
নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হয় ।
ট্রাভেলার রিং ফ্রেমের খুব চিকন একটি অংশ যেটির সাহায্যে একই সাথে twisting, winding ও ইয়ারন কে গাইড করা হয় ।
উল্লিখিত সমস্যা থাকা সত্তেও রিং ফ্রেম ইয়ারন স্পিনিং এর জন্য সবচেয়ে
বেশি ব্যাবহৃত মেশিন । কারন নতুন উদ্ভাবিত মেশিন (যেমন রটর,এয়ার
জেট,ফ্রিকশন ও অয়ারপ স্পিনিং মেশিন ) গুলোর তুলনায় এর কিছু বিশেষ সুবিধা
রয়েছে ।
যেমন -
১। এতি এক ধরনের সার্বজনীন স্পিনিং মেশিন । কারন এর দ্বারা যেকোন বস্তুকেই স্পিনিং করা সম্ভব ।
২। ইয়ারনের গঠন বিন্যাস ও দৃঢ়টা দিক দিয়ে সর্বোৎকৃষ্ট মানের ইয়ারন তৈরি হয় ।
৩।এটি খুব সহজ প্রকৃতির মেশিন এবং খুব সহজে পরিচালনা করা যায় ।
৪।এর উৎপাদন ক্রিয়ার হার প্রয়োজন মত বৃদ্ধি করা যায় ।
এসমস্ত কারনে এক রটর স্পিনিং মেশিন বাদে অন্যান্য নতুন স্পিনিং মেশিনগুলো
গ্রহণযোগ্যতা অর্জনে বাধার সম্মুখিন হচ্ছে ,তবে নতুন স্পিনিং মেশিনগুলোকে
মোটা ইয়ারন তৈরির কাজে ব্যাবহার করা হচ্ছে ।
ইয়ারন ম্যানুফ্যাকচারিং এর মধ্যমে ইয়ারন পেতে কটন বেল কে অনেক গুলো
মেশিনের ধাপ পার করতে হয় সেগুলো যথাক্রমে - ব্লো
রুম,কারডিং,ড্রইং,সিমপ্লেক্স ও রিং ফ্রেম । রিং ফ্রেম এর আগের ম্যাশিন
অর্থাৎ সিমপ্লেক্স এ ইতোমধ্যে ড্রয়িং কৃত স্লাইবার গুলোকে রোভিং ফর্ম করা
হয়ে যায় । রিং ফ্রেমে এসে সেই রোভিং গুলোকে প্রয়োজন মত টুইস্ট দিয়ে
তাদের স্ট্রেনথ বৃদ্ধি করা হয় এবং মজুদ ও বহনক্ষমের জন্য সুবিধামত ববিনে
wind করা হয় ।
Refarance : M GM Swopon
No comments