কোয়ালিটি ইনচার্জ এর দায়িত্ব।


১. বায়ারের কোয়ালিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা এ মেনে চলা।
২. কোয়ালিটি ইন্সফেক্টরকে বায়ারের কোয়ালিটি স্ট্যান্ডার্ড জানানো এবং মেনে চলতে উদ্বুদ্ধ করা।
৩. কোন প্রসেস শুরু করার পূর্বে সেখানে উপস্থিত থাকা এবং যাচাই করা।
৪. উৎপাদনের প্রয়োজনীয়তা অনুযায়ী ইনপুট সরবরাহ করা।
৫. প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে কিনা তা এপ্রোভ্ড স্যাম্পল ও বায়ার কমেন্টস্ মিলিয়ে দেখা ও কনফার্ম করা।
৬. প্রোডাক্টস এর সেফটি নিষ্চিত করা।
৭. কম্পিলিট গার্মেন্টসগুলির লট পাস অডিট করে আলাদা রাখা।
৮. কোয়ালিটি ইন্সফেক্টরদের কাজের সঠিক মনিটরিং করা ও টার্গেট অনুযায়ী কাজ আদায় করা।
৯. উৎপাদন প্রক্রিয়ায় কোন সমস্যা হলে তা সম্পর্কে অবগত থাকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া।
১০. প্রি-ফাইনাল ইন্সপেকশন করা ও ফাইনাল ইন্সফেকশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
১১. সঠিক রিপোর্ট তৈরী হয়েছে কিনা তা নিশ্চিত করা।
১২. ফ্লোরে কর্মকালীন সময়ে কমপ্লাইন্স এবং কম্পানীর নিয়ম-শৃঙ্খলা মেনে চলা।

-Nabil Hossain
-ISTT
nabilhossain1424@gmail.com

3 comments:

Powered by Blogger.