কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্ব ও কর্তব্য।


১. লে এবং স্প্রেডিং কোয়ালিটি চেক করা।

২. লে দেওয়ার সময় ফেব্রিক্সস্ ডিফেক্ট গুলো মার্ক করা এবং শেডিং চেক করা।

৩. লে হাইট এবং কাটিং কোয়ালিটি চেক করা।

৪. কাটিং প্যানেল সঠিকভাবে নাম্বারিং ও বান্ডিলিং হয়েছে কিনা চেক করা।

৫. হার্ড প্যাটার্ন দ্বারা টপ, মিডিল ও নীচের পাই চেক করা।

৬. ডিফেক্ট সম্পর্কে সুপারভাইজারকে অবগত করা এবং সমাধান করা।

৭. সঠিকভাবে রিপোর্ট তৈরী করে সংশিষ্ট সুপারভাইজারকে অবশ্যই অবগত করা।

৮. ১০০% কাট প্যানেলের ফেব্রিক্সস্ কোয়ালিটি সঠিকভাবে চেক করা।

৯. ডিফেক্টস্ পার্টগুলো একই নাম্বারের রোল থেকে রিপেইস করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।

১০. প্রিন্টিং পার্টগুলো কালার, সাইজ, মিজারমেন্ট, প্রিন্টিং পজিশন, স্পট ও প্রিন্টিং কোয়ালিটি সোয়াচ অনুযায়ী চেক করা।

১১. এমব্রয়ডারী পার্টগুলো স্টিচিং, মিজারমেন্ট, পজিশন, থ্রেড কালার, ব্রোকেন, নিডিল হোল, লুজ/আনকাট থ্রেড চেক করা।

১২. সবকিছুর উপর রিপোর্ট তৈরী করে অবশ্যই সংশ্লিষ্ট সুপারভাইজারকে অবগত করা।

-Nabil Hossain
B.Sc (Hon's) In Fashion Design & Technology
Institute Of Science Trade & Technology

No comments

Powered by Blogger.