জেনে নিন কিভাবে সুতা তৈরি করতে হয়।


জেনে_নিন_কিভাবে_সুতা_তৈরি_করা হয়
স্পিনিং বলতে বয়ন কৌশল আর ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বলতে সূতা তৈরির প্রক্রিয়াকে বুঝানো হয়। শাব্দিক অর্থ ভিন্ন হলেও দুটি প্রায় কাছাকাছি প্রক্রিয়া। টেক্সটাইল এর ভাষায়, যে প্রক্রিয়ার সাহায্যে টেক্সটাইল ফাইবার দ্বারা প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে বিভিন্ন প্রক্রিয়া দ্বারা টেক্সটাইল ফাইবার বা আশ বা তন্তু সমুককে twist (পেচানো) প্রদানের মাধ্যমে প্রান্ত বিহীন নুন্যতম শক্তি সম্পন্ন সূতা প্রস্তুত করা হয়, তাকে স্পিনিং/ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। বলে। এই প্রক্রিয়াটি সম্পর্কে তারাই ভালো বুঝবেন যারা পাট থেকে দড়ি তৈরির প্রক্রিয়া দেখেছেন।
 No automatic alt text available.

আমাদের দেশে যে তুলা হয় তা বালিশ বা তোসখ তৈরী করা ছাড়া আর কোনো কাজে লাগে না। কারণ, সূতা তৈরী করতে ফাইবার বা তন্তু সমূহের নুন্যতম একটা লেন্থ এর প্রয়োজন হয়। যা আমাদের দেশের শিমুল তুলার নাই। তাই আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিসর,চীন,আমেরিকা,ভারত,পাকিস্তান,তুর্কি ইত্যাদি।

প্রস্তুত প্রণালীর উপর ভিত্তি করে সূতাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন কার্ডেড সূতা, কমবড সূতা ইত্যাদি।আবার কাচামাল বা মূল উপাদানের উপর ভিত্তি করে সূতাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন কটন সূতা, পলিস্টার সূতা, আক্রাইলিক সূতা, ভিসকোস সূতা,পলিভিনাইল সূতা, রেয়ন সূতা ,উল সূতা, সিল্ক সূতা ইত্যাদি। এ ছাড়াও দুই প্রকার তুলা মিক্স করে যে সূতা তৈরী করা হয় তাকে মিক্সড সূতা বা ব্লেন্ডেড সূতা বলে। আমরা যে পোশাক ব্যবহার করি, তার ৯০ ভাগ ভেজাল বা মিক্স সূতা দিয়া তৈরী, যদিও দোকানদাররা ১০০ ভাগ কটন সূতা বলে নিশ্চয়তা দেয়, কিন্তু বেশিরভাগ সুতার ক্ষেত্রে পলিস্টার সূতা মিক্স থাকে।

উক্ত ফ্লো চার্টে তিনটি প্রক্রিয়া দেখানো হয়েছে। প্রথমটি কলামটি হলো ইনপুট অর্থাৎ মেশিন বা প্রক্রিয়ার কাচামালের তালিকা। দ্বিতীয়টি হলো প্রক্রিয়া বা মেশিনের নাম। এবং উক্ত প্রক্রিয়া বা মেশিন থেকে উত্পাদ দ্রব্যের নাম। প্রত্যেকটি প্রক্রিয়ায় যথেষ্ট টেকনিকাল টার্ম আছে । যা খুব একটা সহজবোধ্য নয়। তাই বিষয়গুলো এড়িয়ে গেলাম।

এই প্রসেসগুলো ঠিক ভাবে শেষ হলেই আমরা আমদের টি-শার্টটির জন্য সূতা পাব।

2 comments:

Powered by Blogger.