বস্ত্রশিল্পে ERP সফটওয়্যার।
ERP (এন্টারপ্রইজ রিসোর্স প্লনিং)সফ্টওয়্যার আধুনিক বস্রশিল্পে এক যুগান্তকারী আবিষ্কার। ERP এর মাধ্যমে অল্প সময়ে যেকেনো এন্টারপ্রইজের সকল তথ্য সংগ্রহ এবং পূর্বপরিকল্পনা করা যায় খুব সহজেই।
১৯৬০ সাল থেকে ধারাবাহিক প্রচেষ্টায় ১৯৯০ সালের দিকে গার্টনার (Gartner)এর সহযোগীতায় ERP সফ্টওয়্যার এর পরিচয় দাড় করানো সম্ভব হয়।ERP সফ্টওয়্যার এর সূচনালগ্নে এটি শুধুমাত্র ইনভেন্টরি ম্যানেজম্যন্ট এবং কন্ট্রোলে ব্যবহৃত হতো। ১৯৭০ এর দিকে ERP এর সাথে MRP (ম্যাটারিয়েল রিকুয়ারমেন্ট প্লানিং)পদ্ধতি যুক্ত করা হয় যার ফলে সফ্টওয়্যারটির ব্যবহার বেড়ে যায়। ১৯৮০ সালের দিকে এর জনপ্রিয়তা আর কয়েক গুন বৃদ্ধি পায় এবং তখন MRP-2 ( ম্যনুফেক্সারিং রিসোর্স প্লানিং)ও বলা হতো। ১৯৯০ সালে এসে ERP এর সাথে বেশ কিছু ফাংশন যুক্ত করা হয় যেমন, হিসেব-নিকেশ, HR মেনেজমেন্ট সহ ইত্যাদি যা ERP সফ্টওয়্যার এর জনপ্রিয়তা আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। বতর্মানে এটি বস্রশিল্পে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।
জনপ্রিয় কিছু ERP Software:
১. Dynamics by Microsoft
২. Deltek Vision by Deltek
৩. SAP ERP by SAP
৪. EPROMIS ERP by EPROMIS solution
৫. SAP business one by Zerion 360
৬. M1 by ECi software solution
৭. Cetec ERP by Cetec ERP
৮. ERP next by Frappe technologic
৯. Dolibarr by Dolibarr
১০. IFS Manufacturing by IFSERP
Software এর ব্যবহার:
১. ইয়ার্ণ মেনুফ্যক্সারিং ইন্ডাষ্ট্রি
২. ওয়েভিং ফ্যাক্টরি
৩. হোম টেক্সটাইল
৪. টেক্সটাইল প্রসেসিং
৫. গার্মেন্টস মেনুফ্যক্সারিং
৬. এইচ আর ডিপার্টমেন্ট
৭. এ্যপারেল বাইং হাউস
ERP Software এর সুবিধাঃ
১. অল্প সময়ে রিপোর্ট তৈরী
২. সহজে তথ্য ও ডাটা সংরক্ষণ
৩. সল্প সময়ে অনেক কাজ করা যায় (টাইম সেভিং)
৪. ইন্ডাস্ট্রি সয়ংক্রিয়করনের ফলে প্রোডাক্টিভিটি বৃদ্ধি
৫. খুব সহজে ইন্ডাস্ট্রি মনিটরিং
Nabil Hossain
nabilhossain1424@gmail.com
Information Collected From Net.
E R p... এর ফুল মিনিং কি...?