নাইলন ফাইবারের গঠন ও ইতিহাস (Nylon Structure & History)

নাইলন ফাইবারের গঠন ও ইতিহাস (Nylon Structure & History)

 

ফেডেরাল ট্রেড কমিশনের সংজ্ঞা অনুযায়ী
"নাইলন একটি পলিঅ্যামাইড ফাইবার । অ্যামাইড(-CO-NH-) নামক রাসায়নিক পদার্থের পলিমারাইজেশন করে পলি অ্যামাইড গঠন করা হয় যাকে নাইলন নাম দেয়া হয় । এ পলি অ্যামাইড লম্বা চেইন সিনথেটিক পলিমার যার কম পক্ষে ৮৫% অ্যামাইড লিংকেজ সরাসরি দুটি অ্যারোমেটিক রিং দ্বারা যুক্ত থাকে ।
Image result for nylon fibre
 
 
 
নাইলন অত্যাধিক শক্তিশালী,স্থিতিস্থাপক,উজ্জল,এতে যেকোন রঙ দেয়া যেতে পারে,খুব বেশি পানি ধারণ করে না,হালকা কিন্তু শরীরের তাপ ধারণ করতে পারে । 
 
নাইলন তৈরির কাঁচামাল দুটি হেক্সামিথিলিন ডাই অ্যামিন ও এডিপিক এসিড । ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে এদের পলিমারাইজেশন আরম্ভ হয় । যতক্ষণ না এরা একে অপরের সাথে যুক্ত হয়ে বিশালাকারের অনু সৃষ্টি করবে ততক্ষন বিক্রিয়া সংগঠিত হবে ।

এতে নাইলনের যে লবনটি পাওয়া যাবে তাতে এসিড ও ক্ষারের অনুপাত ১:১ । পরে এই লবণকে নাইট্রেশন করে শুকানো হয় । ফাইবার পেতে এই গলিত পলিমারকে স্পিনিং,ড্রইং ও টেক্সারিং মত টেক্সটাইলিও ধাপ সমুহ পার করতে হবে ।
 
বিক্রিয়া,নাইলন ৬.৬ তৈরির
নাইলন ৬.৬ তৈরির বিক্রিয়া
 
ডিপিক এসিড : একটি অরগ্যানিক এসিড, শিল্পক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডি কার্বোক্সিলিক এসিড অর্থাৎ কার্বন অনুর উভয় পাশে কার্বোক্সিল মূলক থাকে । বছরে প্রায় ২৫ বিলিয়ন কেজির মত এডিপিক এসিডের পাউডার উৎপাদন করা হয় যার বেশিরভাগ নাইলন ফাইবার তৈরিতে ব্যাবহৃত হয় ।
হেক্সামিথিলিন ডাই অ্যামিন : অরগ্যানিক ডাই অ্যামিন এসিড এতে কার্বন অনুর দুই পাশে অ্যামিন মূলক থাকে ।
ডিউ পন্ট কোম্পানী এর রসায়নবিদ ডঃ এইচ কারোথারস নাইলনের প্রথম আবিষ্কারক ।
১৯২৮ সালে গবেষনা শুরু করে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ১৯৩৫ সালে নাইলন ৬.৬ পলিমার সফলভাবে নাইলন উদ্ভাবন করেন ।

এ পলিমারের মিশ্রিত রাসায়নিক পদার্থের প্রতিটি অনুতে ৬টি কার্বনের পরমানু থাকে বলে এ নাইলনকে ৬.৬ পলিমার নামকরন করা হয় । 

হোসীয়ারী ইয়ার্ন হিসাবে নাইলনের তৈরি পোশাকের কদর বহুলাংশে বেড়ে যায় ।
পরবর্তীতে ডিউ পন্ট কোম্পানীর দ্বারা নাইলনের পেটেন্ট বিক্রীর পর বিভিন্ন কোম্পানী আরও গুণগত পার্থক্যবিশিষ্ট নিজস্ব পৃথক নাইলন তৈরি করে ।

রাসায়নিকভাবে সবগুলো একই প্রকারের যৌগ থেকে উৎপন্ন হলেও এদের অনুর গঠনে পার্থক্য থাকে, যা স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরিতে সহায়ক ।

No comments

Powered by Blogger.