টেক্সটাইল পড়াশোনা শেষ !!! এবার নতুন করে আরেকটি পড়া শুরু করেন

টেক্সটাইল পড়াশোনা শেষ !!! এবার নতুন করে আরেকটি পড়া শুরু করেন
টপিক গুলি হবে:

১. সিভি মেইল করার নিয়ম।
২. সিভি লেখার নিয়ম।
৩. টেক্সটাইল জবের জন্য  রেফারেন্স বের করার নিয়ম।
৪. কোন ফেক্টরিতে কি ভাবে নিয়োগ হয়, বা রিক্রুটমেন্ট প্রসিডিউওর গুলি কোথায় কেমন তা জ্বনে নেয়া ।
৫. ভাইবায় কি ধরলে কি বলবেন প্রশ্ন গুলির উত্তর আগেই রেডি করে যাওয়া ।
৬. সিনিয়র ভাইরা কে কই আছে, ককোন পজিশনে আছে তার খোজ খবর নেয়া ।
৭. রিলেটিভ কয়জন টেক্সটাইলে জব করে তার খোজ নেয়া  ।
৮. জব এর ওয়েবপেইজ কয়টা তাদের লিংক গুলি কালেক্ট করা ।
৯. কি ভাবে বিডিজবস একাউন্ট খুলতে হয় ।
১০. ভাইবায় যারা দিয়েছে তাদের রিজেক্ট হওয়ার কারন কি সে গুলি স্টাডি করা !
১১. নিজের কি কি প্রস্তুতি আছে তা রিভিউ করা ।
১২. নিজ ইন্সটিটিউশন বা ইউনিভার্সিটি কোন জবের ব্যাবস্থা করছে কিনা।
১৩. আপনার জন্য সুইটেবল সেকশন কোনটি তা খোজা
১৪. আপনি যা শিখেছে তা দিয়ে ফেক্টরির কি উপকার করতে পারবেন।
১৫. জবের ফিউচার কোনটির ভালো তা প্লান করে এর জন্য নিজেকে প্রস্তুত করা।
১৬. ফেক্টরির ফ্যাসিলিটি বা রিকয়ারমেন্ট গুলি কি কি ।
 

No comments

Powered by Blogger.