এনজাইম ওয়াস সম্পর্কে জেনে নিন

-এনজাইম ওয়াস সম্পর্কে জেনে নিনঃ
এনজাইম একধরনের জৈব-রাসায়নিক পদার্থ যা রাসায়নিক বিক্রিয়ায় ঘটক হিসেবে কাজ করে। এটি একমাত্র সেলুলোজ(উদ্ভিদ)জাতীয়­ ফাইবারে কাজ করে। এনজাইম ওয়াসের সময় এনজাইম প্রথমে প্রজেক্টিং ফাইবারে এবং পরবর্তীতে ফেব্রিক্সের ইয়ার্ণে এটাক করে হাইড্রোলাইসিস করে। যার ফলে প্রোডাক্টে আমরা ডিজাইন হিসেবে ফেইডেড ইফেক্ট পাই।
Image result for enzyme wash

-এনজাইম প্রধানত দু'ধরনের
১.এসিড (অম্ল) এনজাইম
২. নিউট্রাল এনজাইম( পাউডার/লিকুইড)

-এসিড এনজাইমঃ
. PH Range : ৪.৫-৫.৫
. Temp : ৪০-৫৫ ডিগ্রী সে.
. Time: ২৫-৫৫ মিঃ


-নিউট্রাল এনজাইম(পাউডার):
. PH Range : ৬-৭
. Temp: ৪০-৬০ ডিগ্রী সে.
. Time: ৩০-৫০ মিঃ



Related image 
-নিউট্রাল এনজাইম (লিকুইড):
. PH Range : ৬-৭
. Temp: ৪০-৬০ ডিগ্রী সে.
. Time: ৪৫-৮০ মিঃ


-এনজাইম ওয়াসে ব্যবহৃত কিছু ক্যামিকেল:
১.সোডা এ্যস্
২.সেন্ডো ক্লিন পাউডার
৩.বায়ো-ডিটারজেন্ট
৪.সফ্টনার
৫.সোডিয়াম মেটা বাই-সালফেট।


-এনজাই ওয়াসের কিছু ভালো দিকঃ
১.সাইজ ম্যাটারিয়েল দূর করে
২. ফেব্রিক্সে থাকা স্টার্চ দূর করে
৩. ফেব্রিক্সের ঘর্ষণ ক্ষমতা বাড়ায়
৪. ফেব্রিক্সের সফ্টেনস বাড়ায়
৫. কালার এবং রাবিং ফাস্টনেস বাড়ায়


- এনজাইম ওয়াসের কিছু ক্ষতিকর দিকঃ
১. ফেব্রিক্সের স্ট্রেন্থ কমায়
২. সময় সাপেক্ষ
৩. ব্যয়বহুল
৪. প্রোডাক্টের সার্ভিস এবিটিলি কমায়
৫. ক্যমিকেল কনজামসন হাই


Nabil Ahmed
B.Sc(Hon's) In Fashion Design Technology
Institute Of Science Trade & Technology
 Image result for enzyme wash

2 comments:

  1. এনজাইম কোথায় পাওয়া যাবে কাপড় ধোঁয়ার
    জন্য

    ReplyDelete
  2. Mummys Gold Casino: $1.50 FREE Bonus | The Jam
    Welcome to Mummys 진주 출장샵 Gold Casino! 충청북도 출장마사지 Spin, the online slot site where you 속초 출장안마 can win real money. 창원 출장안마 Mummys Gold Casino offers you 공주 출장샵 all the best online slots

    ReplyDelete

Powered by Blogger.