কমপ্লাইন্স(Compliance) নিয়ে কিছু কথাঃ
-কমপ্লাইন্স মূলত কোনো অর্গানাইজেশনের একটা বিভাগ যা ঐ অর্গানাইজেশনের জন্য নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক নিয়ম-কানুন নিশ্চিত করে। বর্তমানে কোনো অর্গানাইজেশনের জন্য কমপ্লাইন্স খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কমপ্লাইন্স কোনো অর্গানাইজেশনে কর্মরত মানুষদেরকে তার নিজের কাজটি পার্ফেক্টলি করতে সাহায্য করে। যার ফলে শ্রমিকরা তাদেরকে অর্গানাইজেশনের সহযায়ী মনে করে এবং তাদের মধ্যে এক ধরনের দায়বদ্ধতা তৈরী হয়। শ্রমিকরা অর্গানাইজেশনকে তাদের সেরাটা দেয়ার চেষ্টা করে। কমপ্লাইন্সের ইস্যু গুলো শ্রমিক বান্ধব হওয়ায় মালিক ও শ্রমিক সম্পর্কের সুস্ঠতা বজায় থাকে।
অর্গানাইজেশনের উৎপাদন,ম্যানেজম্যান্ট,কোয়ালিটি সহ সব কিছুর উন্নয়ন তরান্বিত হয়। মোটের উপর দু'পক্ষই সমভাবে উপকৃত হয়।
U.S.A. এর FAIR labor association অর্গানাইজেশনের ক্ষেত্রে কমপ্লাইন্সের মূল ইস্যু হিসেবে যে বিষয় গুলোর উপর জোর দেন:
১.শ্রমিকদের উপর অবৈধভাবে ফোর্স করা
২.শিশু শ্রম
৩.হয়রানি
৪.অপব্যবহার
৫.স্বাস্থ্য এবং সুরক্ষা
৬. মুজুরি এবং অন্যান্য সুবিধা
৭.ওয়ার্কিং আওয়ার
৮.অতিরিক্ত কাজ এবং ক্ষতিপূরণ সহ ইত্যাদি।
-Nabil Hossain
Student Of ISTT
Program : Fashion Design & Technology
No comments