Weft knitting এর থেকে Warp knitting এর স্থিতিস্থাপকতা কেন বেশী হয়?

আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞা হতে জানি যে , যখন কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তখন বস্তুটি খনিকের জন্য সামান্য বিকৃত হয়। এই বিকৃত অবস্থা থেকে পুনরায় আগের অবস্থায় ফিরে আসার প্রবণতাই স্থিতিস্থাপকতা।
যখন কোন warp knitted অথবা weft knitted কাপড়কে টানা হয় তখন উল্লম্ব এবং অনুভূমিক সুতার সংযোগের অবস্থানগুলো সামান্য পরিমাণ বিকৃত হয়।

ধরা যাক ,
F বলে যদি কাপড়কে টানা হয় তাহলে সুতার সংযোগে dl পরিমাণ বিকৃত হয়।
উল্লম্ব বরাবর সংযোগে বিকৃতি = Fdl sin@

অনুভূমিক বরাবর সুতার সংযোগে বিকৃতি = Fdl cos@

Warp knitted কাপড়ের ক্ষেত্রে সুতার মধ্যবর্তী কোণ 45° সংযোগে থাকে।

তাহলে উল্লম্ব বরাবর বিকৃতির পরিমাণ = Fdlsin45 = Fdl 1/ (2 এর বর্গমূল

অনুভূমিক বরাবর বিকৃতির পরিমাণ = Fdl cos45 = Fdl 1/ (2 এর বর্গমূল)

উল্লম্ব = অনুভূমিক বিকৃতি
Weft knitting এর খেত্রে সুতার মধ্যবর্তী সংযোগ 90 ° এ থাকে।

উল্লম্ব বরাবর বিকৃতির পরিমাণ = Fdlsin90= Fdl
অনুভূমিক বরাবর বিকৃতির পরিমাণ = Fdlcos90= 0

অর্থাৎ Weft knitting কাপড়ের খেত্রে সুতার সংযোগ বিকৃত হওয়ার পরিমাণ কেবল লুপ এর উল্লম্ব অংশ দ্বারা প্রভাবিত হয়।

তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে Warp knitting কে বিবেচনা করলে বুঝা যায় যেহেতু উল্লম্ব এবং অনুভূমিক উভয় দিকে বিকৃতির পরিমাণ সমান সেহেতু তার উভয় দিকে সমান ও বিপরীত দিকের বলের কারণে আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা বেশী হয়।

কিন্তু weft knitting এ অনুভূমিক বরাবর সমান ও বিপরীতমুখী বল নিউট্রাল থাকে।

এজন্যই warp knitted এর থেকে weft knitted এর স্থিতিস্থাপকতা বেশী হয়।

Written BY:
-Khurram Bahadur
Student Of Shyamoli Textile Engineering College

No comments

Powered by Blogger.