ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্য।

১. গার্মেন্টস এর ইন-সাইড ও আউট সাইড চেক করা।

২.কি পয়েন্টস্ মিজারমেন্ট ও গেট আপ চেক করা।

৩.ফাইভ পয়েন্টস্ এর ব্যালেন্সিং চেক করা।

৪.হ্যাংট্যাগ, পলি ও অন্যান্য এক্সেসরিজ সোয়াচ বোর্ড অনুযায়ী ঠিক আছে কিনা তা চেক করা।

৫.ডিফেক্ট সম্পর্কে সুপারভাইজারকে অবগত করা।

৬.ডিফেক্ট গার্মেন্টসগুলির রেকর্ড রাখা ও রিপোর্ট তৈরী করা এবং সংশিষ্ট সুপারভাইজারকে অবহিত করা।

৭.গার্মেন্টস এর আয়রন, গেট আপ, মেজারম্যান্ট ও ফোল্ডিং ঠিক আছে কিনা তা চেক করা।

৮.ডিফেক্ট সনাক্ত করা ও রিপেয়ার করানো এবং লাইনের কোয়ালিটি ইন্সপেক্টর ও সুপারভাইজারকে জানানো যাতে ডিফেক্ট মেশিনে প্রতিরোধ করতে পারে।

-Nabil Ahmed
Program : Fashion Design & Technology
Institute Of Science Trade & Technology

5 comments:

Powered by Blogger.