গার্মেন্টস মেজারম্যান্ট করার নিয়ম


গার্মেন্টস মেজারম্যান্ট করার আগে বায়ারের প্রদত্ত নির্দেশনা/স্পেক শীট সম্পর্কে স্পষ্টরুপে জেনে নিতে হবে এবং মেজারম্যান্ট টেপের সঠিকতা এবং তদানুযায়ী মেজারম্যান্ট করতে হবে। গার্মেন্টস মেজারম্যান্ট এর ধাপগুলো হলো-

১.গার্মেন্টস মেজারম্যান্ট করার সময় মেজারম্যান্ট টেবিল ভালোভাবে পরিক্ষা করে নিতে হবে যেনো টেবিল উঁচুনিঁচু না থাকে।

২.গার্মেন্টসের আকার অনুযায়ী তা টেবিলের উপর আড়াআড়ি বা লম্বালম্বি ভাবে বিছাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেনো কোনো প্রকার লুজ বা ভাজ না থাকে।

৩.গার্মেন্টস মেজারম্যান্ট করার সময় ক্লক ওয়াইজ মিজারমেন্ট করা উত্তম, কেননা এতে সময় কম লাগে।

৪. বায়ারের নির্দেশ না থাকলে পোষাক মাপার আগে বোতাম বা জিপার বন্ধ রাখতে হবে।

৫.রিডিং নেয়ার সময় অবশ্যই মেজারম্যান্ট টেপ সোজা করে ধরতে হবে এবং সঠিক পয়েন্ট থেকে রিডিং নিতে হবে।

৬. মেজারম্যান্ট করার সময় গার্মেন্টস টানাটানি করা যাবে না এবং রিলাক্স পজিশনে রেখে গার্মেন্টস মেজারম্যান্ট করতে হবে।

-Nabil Ahmed
Student Of ISTT
B.Sc(Hon's) In Fashion Design & Technology.

1 comment:

Powered by Blogger.