R&D (রিসার্চ এবং ডেভেলাপমেন্ট)
R&D (রিসার্চ এবং ডেভেলাপমেন্ট) বলতে বুঝায় কোন প্রোডাক্ট নিয়ে প্রথমে রিসার্চ করা এবং পড়ে সেটিকে ডেভেলাপ করা। তাই যেকোন পন্য প্রস্ততকারী প্রতিষ্ঠানেই থাকতে পারে এই রিসার্চ এবং ডেভেলাপমেন্ট বিভাগ (যেমনঃ ঔষধ, প্লাস্টিক,গার্মেন্টস ইত্যাদি)।
রিসার্চ এবং ডেভেলাপমেন্ট বিভাগ, পন্য উত্পাদন এবং মান নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সবচেয়ে বড় কাজ হলো গ্রাহকের চাহিদা নিয়ে কাজ করা। তাই অন্যান্য সকল বিভাগের মতো এখানেও রয়েছে কাজ করার S.O.P(Standard Operating Procedure). অর্থাৎ আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করবেন সেখানকার পন্যের উপড় নির্ভর করে এই প্রসিডিউর পরিবর্তন হবে.
তাই টেক্সটাইল শিল্পেও রয়েছে এই বিভাগ। কেননা সময়ের সাথে টিকে থাকতে বায়ারের চাহিদা এবং গুণগত মান ঠিক রাখা জরূরী। ফাইবার থেকে ফিনিশড ফেব্রিক পর্যন্ত প্রত্যেকটি স্তরে আলাদা আলাদা ভাবে কিংবা সব মিলিয়ে একটি রিসার্চ এবং ডেভেলাপমেন্ট বিভাগ থাকতে পারে। তবে প্রয়োজনের তূলনায় অধিক বিভাগ থাকা অপচয় এবং এটি প্রোডাক্ট কস্টিং এ তারতম্য এনে দেয়।
টেক্সটাইল শিল্পে যেসকল সেকটরে এই বিভাগ রয়েছে তার মধ্যে নিম্নলিখিত সেক্টরগুলো গুলো জনপ্রিয়
-ফাইবার রিসার্চ এবং ডেভেলাপমেন্ট
-ফেব্রিক(নিটিং এবং ঊভেন) রিসার্চ এবং ডেভেলাপমেন্ট
-স্যাম্পল রিসার্চ এবং ডেভেলাপমেন্ট
-ডায়িং রিসার্চ এবং ডেভেলাপমেন্ট
-ওয়াশিং রিসার্চ এবং ডেভেলাপমেন্ট
যেভাবে কাজ করে রিসার্চ এবং ডেভেলাপমেন্ট
মার্চেন্ডাইজার থেকে স্যাম্পল কালেক্ট করা
↓
স্যাম্পল বিশ্লেষণ করা
↓
স্যাম্পল ডিজাইন করা
↓
স্যাম্পলে ব্যাবহৃত সঠিক ম্যাটেরিয়াল নির্বাচন করা
↓
স্যাম্পলে ব্যাবহৃত ম্যাটেরিয়াল কনজাম্পশান করা
↓
স্যাম্পল চেক এবং টেস্টিং করা
↓
স্যাম্পল প্রি প্রোডাকশান করা
↓
মার্চেন্ডাইজার থেকে স্যাম্পল এপ্রুভ করা
↓
স্যাম্পল বাল্ক প্রোডাকশানে পাঠানো
রিসার্চ এবং ডেভেলাপমেন্ট এ ক্যারিয়ার ফ্রেশারদের জন্যে রিসার্চ এবং ডেভেলাপমেন্ট সেক্টরে গড়তে চাইলে স্বাদুবাদ জানায়।ফ্রেশার হিসেবে যোগ দিতে চাইলে সাধারণ টেক্সটাইল নলেজ অর্থাৎ টেক্সটাইলে গ্র্যাজুয়েশান থাকলেই চলে। কিন্তু এক্সিকিউটিভ লেভেলে ব্যাপারটা ভিন্ন। এই সেক্টরে কাজ করলে অল্প সময়ে নিজের জ্ঞান এবং দক্ষতার পরিধিকে বাড়ানো যায়। তবে হ্যা সব জায়গায় পরিশ্রম আছে,শর্টকাট ভালো ফলাফল আনে না।
Courtesy: Textalk
Good,,,,,,
ReplyDeleteThanks this subject
ReplyDelete