সাইজিং নিয়ে কথা।।


যে প্রক্রিয়ায় উইভিং এর পূর্বে টানা সুতায় আঠাজাতীয় পাদার্থ প্রয়োগ করে সুতার বিভিন্ন গুনাবলি যেমন- শক্তি,ওজন,ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা এবং সুতার পৃষ্ঠে বিদ্যমান বাড়তি আঁশগুলো সুতার গায়ে মিশিয়ে দিয়ে সুতাকে চকচকে ও মসৃণ করার জন্য মেশিনের মাধ্যমে বা হাত দ্বারা মাড় দেওয়া হয়, তাকে সাইজিং বা মাড় প্রকরণ বলে।

সাইজিং-এর উদ্দেশ্যঃ
১. ওয়ার্প বা টানা সুতাকে কোমল,মসৃণ ও উজ্জ্বল করা।
২. উইভিং এর সময় ওয়ার্প সুতাকে হিল্ড,রিড,শাটেল প্রভৃতির ঘর্ষণজনিত ক্ষতি হতে রক্ষা করে।
৩. সাইজিং-এর মাধ্যমে সুতার গায়ের ভাসমান আঁশ গুলো মিশিয়ে দিয়ে সুতার শক্তি বৃদ্ধি ও লোমশভাব দূর করা।
৪. কাপড়ের ফিনিশিং কার্য সহজতর করা।
৫. সুতার ইরেগুলারিটি নিয়ন্ত্রণ করা।
৬. উইভিং প্রক্রিয়ায় সুতার ক্ষতি কমানো।
৭. সুতার ওজন বৃদ্ধি।
৮. দুর্বল বা কম শক্তিসম্পন্ন সুতাকে উইভিং এ ব্যবহার উপযোগী করা।

বিভিন্ন প্রকার সাইজিং:
১. স্পেশাল লাইট সাইজিং
২. পিউর সাইজিং
৩. মিডিয়াম সাইজিং
৪. হেভি সাইজিং

রেসিপিঃ
১. স্পেশাল লাইট সাইজিঃ
ক) পানি ১০০ গ্যালন
      ফেরিনা ১০০ পাউন্ড
      ট্যালো ৪ পাউন্ড
      মোম ৩ পাইন্ড
খ) পানি ২০০ গ্যালন
      সাগু ২০০ পাউন্ড
      ট্রাগসল ৬০ পাউন্ড
       মোম ৩ পাউন্ড
গ) পানি ১৫০ গ্যালন
      কর্ণস্টার্চ ১৫০ পাউন্ড
      ট্যালো ৭ পাউন্ড
       তুলা বীজ তেল ৩ পাউন্ড

২. পিউর সাইজিং:
    পানি ১৪০ গ্যালন
    ফেরিনা ১০ পাউন্ড
     সাগু ১০০ পাউন্ড
     ট্যালো ১০ পাউন্ড
      সাবান ৪ পাউন্ড
     সেলিসাইলিক এসিড ২৫ পাউন্ড

৩. মিডিয়াম সাইজিং:
     পানি          পরিমান মত
     ময়দা         ১০০ পাউন্ড
     ট্যালো        ১৫ পাউন্ড
     ম্যাগনেসিয়াম ক্লোরাইড ১ গ্যালন
     জিঙ্ক ক্লোরাইড ০. ৫ গ্যালন
      চায়না ক্লে     ৩০ পাউন্ড

৪. হেভি সাইজিং:
পানি      পরিমান মত
ময়দা   ১০০ পাউন্ড
চায়না ক্লে ১৩০-১৪০ পাউন্ড
ট্যালো     ১৫ পাউন্ড
ম্যাগনেসিয়াম ক্লোরাইড ৫ গ্যালন
জিঙ্ক ক্লোরাইড    ২ গ্যালন

Reference : Introduction to textile Science By Md: Nurjaman Miyah

-Nabil Hossain
nabilhossain1424@gmail.com

1 comment:

  1. আসসালামুয়ালাইকুম কেমন আছেন


    ReplyDelete

Powered by Blogger.