জিনিং নিয়ে কথা
তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করার পর জিনিং প্রক্রিয়ায় তুলা ও বীজ আলাদা করা হয়।গাছে তুলার বোল ভালভাবে ফেটে বের হলে ভালভাবে পরিষ্কার শুকনো দিনে বীজসহ তুলা সংগ্রহ করা হয়।সাধারণত একটি গাছ থেকে ৩ বার তুলা সংগ্রহ করা যাই।তুলা উঠিয়ে ভাল তুলা আলাদাভাবে ৩/৪ ভাবে রোদে গুদামজাত করতে হবে এবং খারাপ ও নষ্ট বীজ আলাদা উঠানো দরকার,কোন সময় ভাল খারাপ তুলা মিশানো যাবে না। অতঃপর গুদামজাত করা বীজ তুলা থেকে বীজ ও তুলা উভয়রেই কোন প্রকার ক্ষতি না করে তুলা বীজ আলাদা করাই উওম জিনিং;কিন্তু বাস্তবে তা সম্ভব নয়।তবুও যতটা সম্ভব সাবধানতা সহকারে জিনিং প্রক্রিয়া সম্পন্ন করা যাই ততই উত্তম।
আধুনিক জিনিং মেশিনের আলোচনার পূর্বে সাধারণ হাত মেশিনের উল্লেখ
করা প্রয়োজন। যখন কোন আধুনিক জিনিং মেশিন ছিল না,তখন কিছু
কিছু অঞ্চলে ফুট রোলার জিন(Foot Roller Gin) অথবা চরকা জিন (Charka
Gin)ব্যবহার হত।যা আধুনিক মেশিনের চেয়ে তুলনামূলক উৎপাদিন অনেক কম কিন্তু
আশের মান অনেক ভাল।ভারতের কিছু কিছু অঞ্চলে এই চরকা জিন এখনও ব্যবহৃত
হচ্ছে।
জিনিং এর উদ্দেশ্য (Objects Of Ginning)
১) আশকে সম্পূর্ণরূপে বীজ মুক্ত করে।২) সম্পূর্ণ আশকে আলাদাভাবে সংগ্রহ করা।
৩। আশের কোন প্রকার ত্রুটি এবং বীজ কণা ক্ষুদ্রাতিক্ষুদ্র বীজ না থাকা নিশ্চিতকরণ।
৪) তুলা আশের অপদ্রব্য ও বীজ এক সাথে সংগ্রহ করণ।
জিনিং এর প্রকার( Types Of Ginning)
বর্তমান কটন ইন্ডাস্ট্রি উওরোওর উন্নত হচ্ছে।পাশাপাশি জিনিং মেশিনারি ও আধুনিক হচ্ছে।উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জিনিং মেশিনের আধুনিক সংস্করণ বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে।১। নাইফ রোলার জিন(Knife Roller Gin)
২। মেকারথি জিন (Mecarthy Gin)
৩। স জিন (Saw Gin)
নাইফ রোলার জিন
এই ধরনের জিনিং মেশিন বর্তমান বহুল পরিমানে ব্যবহৃত হচ্ছে এবং সাধারণত : এই লম্বা আশের ক্ষেত্রে ব্যবহৃত হয়।চিত্রে প্রদর্শিত A টেবিলের উপর বীজযুক্ত তুলা রাখা হয় যা আস্তে আস্তে মূল মেশিনের অভ্যন্তরে অর্থাৎ হপারে প্রবেশ করে।কম্প্রোসিং রোলার (Compressing Roller) B এর সংস্পর্শে আসে যা তুলার বড় বড় গুচ্ছসমূহকে ভেঙে দেয়।বীজতুলা নাইফ রোলার C এর সংস্পর্শে আসে।নাইফ ডিস্কের দুই পার্শ্বে দুইটি D চামড়ার রোলার (Leather Roller) আছে।নাইফ রোলারের ডিস্কগুলি এমন ভাবে কোণ(Angel) গতি প্রাপ্ত থাকে।এই চামড়ার রোলার অমসৃণ ও ইহার গায়ে কড়াতের মত খাজ কাটা থাকে যা তুলাতে স্প্রিং E এবং ডক্টর নাইফ F এর সাহায্যে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে যায়।বীজযুক্ত তুলা সামনের দিকে অগ্রসর হয় ও স্ট্রিপিং বোর্ড H এর সাহায্যে তুলা আলাদা হয়ে ডেলিভারি হয়।
মেকার্থি জিন( Mecarthy Gin)
মেকার্থি জিন নাইফ রোলার জিন থেকে আলাদা।প্রথমে বীজ যুক্ত তুলাকে ফিডটেবিল I এর উপর রাখা হয় যা আস্তে আস্তে মূল মেশিনের অভ্যন্তরে অর্থাৎ হপারে প্রবেশ করে চামড়া দ্বারা জড়িত চামড়ার রোলার B এর সংস্পর্শে আসে।ভাইব্রিটিং বার অথবা ফিডার বার A যা ক্রাংক N এর সাহায্যে ভাইব্রেট করতে থাকে এবং বীজতুলাকে অমসৃন চামড়ার রোলারের উপর ফেলে যা D স্প্রিং C ডক্টর নাইফকে চামড়ার রোলারের পৃষ্ঠে চেপে রাখে। রোলার তার চিহ্নিত দিকে ঘুরতে থাকে।ফলে কিছু তুলা আলাদা হয়ে যায় এবং অবশিষ্ট বীজযুক্ত তুলা নাইফের পাশে জমা হয়। F স্টিল বিটার ব্লেড (Steel Beater Blade) যা ক্রাংক (Crank) 3H রডের সাথে সংযুক্ত। ক্রাঙ্ক এর ঘূর্ণনের ফলে রডের সাথে বিটার ব্লেড পর্যায়ক্রমে বীজতুলাকে আঘাত করতে থাকে।বার বার ব্লেডের সাথে আঘাতের ফলে অবশিষ্ট বীজসমূহ আলাদা হয়ে যায় ও গ্রীড বার G এর ফাকি দিয়ে বীজগুলি নিচে জমা হয়। ব্লেড বার ও চামড়া রোলের দূরত্ব এডজাস্টিং নাট E ব্যবহার করা হয়। বীজমুক্ত আশ স্ট্রিপিং বোর্ডের সাহায্যে আলাদা হয়ে ডেলিভারি হয়।চামড়া রোলার এর ১৫০ RPM (Rotation Per Minute) ক্র্যাঙ্কশ্যাফট এর ৮০০ আর.পি.এম এবং উক্ত মেশিনের উৎপাদন ৩০ কেজি পার ঘন্টা।
স-জিন (Saw Gin)
বীজ যুক্ত তুলাকে প্রথমে P ল্যাটিসের উপর রাখা হয়,যার সাহায্যে তুলা সমূহ সামনের দিকে অগ্রসর হয়ে স্পাইক রোলার Q এর সংস্পর্শে আসে।ফলে তুলার বড় ও শক্ত গুচ্ছ সম্পূর্ণ আলাদা করে এবং হপার F এ পাঠিয়ে দেয়।হপার F হতে বীজযুক্ত তুলাসমূহ হতে বীজ যুক্ত তুলাসমূহ ঘূর্ণায়মান করাতের ন্যায় দাঁতযুক্ত রোলার A এর সংস্পর্শে আসে এই রোলারের করাত সমূহের সংখ্যা মেশিনের প্রস্থের উপর নির্ভর করে।মনে করা যাক,মেশিনটি প্রস্থ ৪৮ প্রতি করাতের দূরত্ব ৩/৪ হলে করাতের সংখ্যা ৭২ টি যা একটি স্যাফট এ দৃঢ় ভাবে সংযুক্ত থাকে।যেহেতু করাত রোলার ঘূর্ণনরত কাজেই,বীজযুক্ত তুলা সামনের দিকে এগোতে থাকে এবং আশসমূহ করাতের পৃষ্ঠ থেকে আলাদা করে N কেইজ হতে প্রবাহিত বায়ুর টানে তুলাসমূহ M চ্যানেলের মধ্য দিয়ে কেইজের গায়ে জমা হয় এবং প্রেশার রোলার R এর চাপে সীট আকারে তুলা ডেলিভারি হয়। যাহা শ্রমিকদের মাধ্যমে অথবা ল্যাটিস ফিডার অথবা নিউমেটিক টিউবের মাধ্যমে বেইল করার জন্য প্রেসে নিয়ে যাওয়া হয়। তখন তুলাসমূহ স্ট্রিপিং করে বায়ু প্রবাহ নিয়ে নেয় তখন অপেক্ষাকৃত ভারী ও আলাদা বীজ হপারের নিচে পড়ে যায়।স-রোলারের RPM ৪০০ বার ও উৎপাদন ৪০০ পাউন্ড পার ঘন্টা।
AnY QuerY :
Saikat Hossen Shohel
E-mail: shohelhossen@yahoo.com
By Eng. Moshiur Rahman & Eng. Md.Sajjak Hossain
No comments