কেয়ার লেভেলের ইতিকথা।

-কেয়ার লেভেল গার্মেন্টস এর একধরনের উপাদান যাতে বেশ কিছু আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রতিক থাকে। একটি গার্মেন্টসকে কিভাবে যত্ন নিতে হবে প্রতিকগুলো আলাদা আলাদা ভাবে তা নির্দেশ করে। প্রত্যেকটি প্রতিককে এক একটি কেয়ার লেভেল কোড বলে। কেয়ার লেভেল একধরনের ট্রিমিং।

সালটা ১৯৫০, কেয়ার লেভেলের সর্বপ্রথম পরিচয় তুলে ধরে ইউরোপ। এটি ঐ সময়ে শুধুমাত্র স্বেচ্ছামূলক সেবা হিসেব নেয়া হতো তাই কোনো প্রতিষ্ঠান বাধ্যতামূলক ভাবে এটি ব্যবহার করতো না।

নেদারল্যান্ডস ও ফ্রান্স সহ ইউরোপের বেশ কিছু দেশে পরবর্তিতে ভোক্তার চাহিদা বিবেচনা করে কেয়ার লেভেলের ব্যবহার শুরু হয়। একটা সময় পরে "আন্তর্জাতিক ট্রেডমার্ক " কেয়ার লেভেল সংরক্ষণ ও এর ব্যবহারে গুরুত্ব দেয়া শুরু করে। তৎকালিন সময়ে "আন্তর্জাতিক ট্রেডমার্ক " "GINETEX "এর আওতাধীন ছিলো যারা ১৯৭৫ সালে টেক্সটাইল কেয়ার লেভেলিং এর উন্নয়ন ও ব্যবহার জোরদার করেন।

-Nabil Hossain
nabilhossain1424@gmail.com

No comments

Powered by Blogger.