আমি একজন টেক্সটাইল পড়ুয়া ছাত্রী।

ফ্যাশন,স্টাইল আর নিজের যোগ্যতার মধ্যে কি তফাত আছে তা মনে হয় আমাদের সমাজের রুপবতী বোনেরা জানেনা!! যেদিন থেকে আমার সব বোঝার ক্ষমতা হয়েছে তারপর থেকে আমি দেখে আসছি যে সেই সব নারীই আজ সম্মানের পথে যারা শুধু নিজেদের কর্মযোগ্যতার ফলেই তাদের নিজেদের সাফল্যে যেতে পেরেছেন!! ....আমি দূরে যাবোনা,আমার মা,খালা,ফুপি, আমার প্রাণপ্রিয় শিক্ষিকাগন ও।আমি আমরণ তাদেরকে সম্মানের চোখেই দেখে যাবো এবং তাদেরই পাথেয় হবো ইনশাল্লাহ।।। আমি একজন টেক্সটাইল বিষয় নিয়ে পড়ুয়া ছাত্রী।তাই স্বাভাবিক ভাবেই নিজেকে ওভাবেই গড়ার চেষ্টা করছি যাতে আমি আমার প্রিয় শিক্ষক,শিক্ষিকাগনের দেয়া শিক্ষিকাকে ভালো ভাবে ভালো কাজে এবং গার্মেন্টস সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং এই সেক্টরের জন্যেও কিছু করতে পারি!! বাকিটা আল্লাহ তা'আলা জানেন!! একটা কথা না বললেই মনে হয় হয়না যে,অনেকেরই ধারনা এই সেক্টরে মেয়েদের বিব্রতর অবস্থায় বা ছেলেদের দ্বারা নিগৃহীতের স্বীকার হতে হয়! হ্যা!! আমি মানছি পরতে হয়,, তবে তাকি অযৌক্তিক যে একটা মেয়ে বাসা থেকে বের হবার পর তাকে আর কোথাও এমন অস্বস্তিকর অবস্থায় পরতে হয়না!???পরতে হয় এবং পরে থাকে!! আর তার জন্যে দায়ী নিজেও হয় বা আকস্মিকভাবেই ঘটে যায়!! তাই এমনটা ভাবাটা ভুল যে গার্মেন্টস সেক্টরটাই মেয়েদের জন্যে নিরাপত্তাহীন জব সেক্টর!! আর একটা কথা আমরা জানি যে,নিজে ভালোতো জগৎ ভালো তাইনা!??সত্যিই তাই,,,নিজেকে ভালো রাখাটা সবটাই নিজের উপর নির্ভর করে।।এখন যেই সেক্টরেই যান না কেন!!!!! তাই চলতে,ফিরতে কখোনই কোন কাজের জায়গাকে নয় নিজেকে এবং যোগ্যতাকে বিচার করা উচিত।।। শুনেছি বরিশাল,নোয়াখালির মানুষ নাকি বেজায় খারাপ!! তাই নাকি!??? তাহলে যান কেন ঢাকার বাসিন্দা হয়ে তাদের সাথে সম্পর্ক করতে!?? অনেকে তো বিয়েও করে ফেলছে!!! তখনতো এটাই শুনি যে, সব দেশেই ভলো-মন্দ মানুষ থাকে!! যাচাই করেই তো যেয়ে থাকে দেখি,,,,!!! তেমনি জীবনের আশে- পাশের কোন কিছুকে দূর থেকে কাউকে নির্দিষ্ট কাজের জনে্য খারাপ বলা বা কাজ কে খারাপ বলাটা অযৌক্তিক!!!

লেখা : Fahmida Raba
National College of Home Economics University of Dhaka
B.Sc. in Textile & Clothing

No comments

Powered by Blogger.